Posts

Showing posts from January, 2019

সাহিত‍্যিক ও ছদ্মনাম (চতুর্থ পর্ব)

সাহিত‍্যিক ও ছদ্মনাম  ● প্রাণতোষ ঘটক - উদয় ভানু ● অমৃতলাল বন্দ‍্যোপাধ‍্যায় - অমিয়া দেবী ● মধুসূদন মজুমদার - দৃষ্টিহীন ● নীহাররঞ্জন গুপ্ত - বাণভট্ট ● সুজিত নাগ - দিলদার ● অমিতাভ চৌধুরী - শ্রীনিরপেক্ষ ● অশোক গুপ্ত - বিক্রমাদিত্য ● পূর্ণেন্দু পত্রী - সমুদ্রগুপ্ত ● হরিপদ ঘোষ - নচিকেতা ঘোষ ● তরুণ রায় - ধনঞ্জয় বৈরাগী ● অজিতকৃষ্ণ বসু - অ. কৃ. ব. ● চারুচন্দ্র চক্রবর্তী - জরাসন্ধ ● কালিকানন্দ মুখোপাধ্যায় - অবধূত ● মনীশ ঘটক - যুবনাশ্ব ● প্রমথ নাথ বিশী - প্রা. না. বি. ● জ‍্যোর্তিময় ঘোষ - ভাস্কর ● দীপেন্দ্র সান‍্যাল - নীলকন্ঠ 👉  সাহিত্যিক ও ছদ্মনাম (প্রথম পর্ব)  👈 👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (দ্বিতীয় পর্ব)  👈 👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (তৃতীয় পর্ব)  👈 👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (চতুর্থ পর্ব) *শেষ পর্ব  👈 * কোনো সাহিত‍্যিক এর নাম যদি এই চারটি পর্বের কোনোটিতেই না থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান । ধন্যবাদ # ভালো লাগলে সেয়ার করুন

সাহিত‍্যিক ও ছদ্মনাম (তৃতীয় পর্ব)

সাহিত্যিক ও ছদ্মনাম ● সুধির কুমার রায় - দেবদত্ত রায় ● নীলাম্বর মজুমদার - রঞ্জন ● সাবিত্রী চট্টোপাধ্যায় - অমিতাভ ● প্রভাত কুমার মুখোপাধ্যায় - রাধারাণী দেবী ● ভূদেব মুখোপাধ্যায় - ইন্দ্রা দেবী ● সুমন চট্টোপাধ্যায় - মানব মিত্র ● সত‍্যেন্দ্রনাথ বসু - সহ ● সত‍্যেন্দ্রনাথ দত্ত - নবকুমার / কিংশুক ● শৈলেশ দে - বহুরূপী ● সৈয়দ মুজতবা আলি - সত‍্যপীর ● ভবানীচরণ বন্দ‍্যোপাধ‍্যায় - ব্রহ্মবান্ধব উপাধ‍্যায় ● প্রসাদ রায় - ময়ূক চৌধুরী ● দেবব্রত মল্লিক - ভীষ্মদেব ● ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় - পাঁচু ঠাকুর ● গৌরকিশোর ঘোষ - গৌরানন্দ কবি ● জ‍্যোতিরিন্দ্র নন্দী - জ‍্যোৎস্না রায় ● বিষ্ণু দে - শ‍্যামল রায় ● শক্তি চট্টোপাধ্যায় - রূপচাঁদ পক্ষী ● আশুতোষ মুখোপাধ্যায় - শ্রীবাস ● শক্তিপদ রাজগুরু - পঞ্চ মুখ ● মোহিতলাল মজুমদার -কৃত্তিবাস ওঝা 👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (প্রথম পর্ব)  👈 👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (দ্বিতীয় পর্ব)  👈 👉  সাহিত্যিক ও ছদ্মনাম (তৃতীয় পর্ব)  👈 👉  সাহিত্যিক ও ছদ্মনাম (চতুর্থ পর্ব) *শেষ পর্ব  👈

সাহিত‍্যিক ও ছদ্মনাম (দ্বিতীয় পর্ব)

◆ সাহিত‍্যিক ও ছদ্মনাম ◆ ● ভবানী সেনগুপ্ত - চাণক্য সেন ● বিনয় মুখোপাধ্যায় - যাযাবর ● দেবেশ রায় - বেদুইন ● জ‍্যোর্তিময় ঘোষ দস্তিদার - শঙ্কু মহারাজ ● অচিন্তকুমার সেনগুপ্ত - নীহারিকা দেবী ● আনিন্দ‍্য বাগচী - নিলোচন কলমচী ● অমূল্য দাসগুপ্ত - সম্বন্ধ ● ইন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায় - পঞ্চানন্দ ● নারায়ণ সান‍্যাল - বিকর্ণ ● নীহার ঘোষাল - দীপক চৌধুরী ● পরিমল গোস্বামী - এককলমী ● পরেশ ভট্টাচার্য - শ্রীমন্ত ● পেমেন্দ্র মিত্র - কৃত্তিবাস ● প্রভাতকিরণ বসু - কাকাবাবু ● বেচু প্রামাণিক - সম্রাট সেন ● বুদ্ধদেব বসু - বি. বু. ব. ● বৈদ‍্যনাথ ভট্টাচার্য - বাণীকুমার ● ভবানীচরণ বন্দ‍্যোপাধ‍্যায় - প্রমথনাথ শর্মা ● মনোমোহন ঘোষ - চিত্র গুপ্ত ● মুকুন্দ দাস - যোগেন্দ্রশ্বর দাস ● ভৃগু রায় - শুভঙ্কর ● রবীন্দ্রনাথ মৈত্র - দিবাকর শর্মা ● রাম বসু  - কনিষ্ক ● সুব্রত সরকার - পাপু ● সুবোধ ঘোষ - সুপান্থ  👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (প্রথম পর্ব)  👈  👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (দ্বিতীয় পর্ব)  👈 👉  সাহিত্যিক ও ছদ্মনাম (তৃতীয় পর্ব)  👈 👉  সাহিত‍্যিক ও ছদ্মনাম (চতুর্থ পর্ব) *শেষ পর্ব  👈

সাহিত‍্যিক ও ছদ্মনাম (প্রথম পর্ব)

Image
◆ সাহিত্যিক ও ছদ্মনাম   ◆ ● বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - কমলাকান্ত ● দিনবন্ধু মিত্র - কোন চিৎ পথিকেনাভি প্রণীতম্ ● রবীন্দ্রনাথ ঠাকুর - ভানুসিংহ , আন্নাকালী পাকড়াশী ● তারাশঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায় - হাবু শর্মা ● কালীপ্রসন্ন সিংহ - হুতোম পেঁচা ● নজরুল ইসলাম - ব‍্যাঙাচি ● প‍্যারীচাঁদ মিত্র - টেকচাঁদ ঠাকুর ● প্রমথ চৌধুরী - বীরবল ● সুকুমার রায় - তাতা ● অন্নদাশঙ্কর রায় - লীলাময় দেবী ● শরদিন্দু বন্দ‍্যোপাধ‍্যায় - গৌড় মল্লার ● স্বামী বিবেকানন্দ - বিবিদিষানন্দ ● শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - অনিলা দেবী ● শরৎচন্দ্র পন্ডিত - দাদাঠাকুর ● মানিক বন্দ্যোপাধ্যায় - দর্পনারায়ণ পতিতুন্ড ● শীর্ষেন্দু মুখোপাধ্যায় - চন্দ্রহাঁস ● সমরেশ মজুমদার - কালপুরুষ ● অখিল নিয়োগী - স্বপন বুড়ো ● অরবিন্দ গুহ - ইন্দ্র মিত্র ● গৌর কিশোর ঘোষ - রুপদর্শী ● নারায়ন গঙ্গোপাধ্যায় - সুনন্দ ● নিখিল সরকার - শ্রীপান্থ ● প্রেমাঙ্কুর আতর্থী - মহাস্থবির ● বিনয় ঘোষ - কাল পেঁচা ● বিমল ঘোষ - মৌমাছি ● মহেন্দ্র গুপ্ত - শ্রীম ● ললিত মুখোপাধ্যায় - বিজ্ঞান ভিক্ষু ● ভবানী মুখোপাধ্যায় - অভয়ংকর ● রাধারাণী দেবী - অপরাজিতা

জরুরী অবস্থা - Emergency

     🔷 জরুরী অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত অলোচনা 🔷 -: জরুরী অবস্থা : -        রাষ্ট্রপতি হলেন ভারতবর্ষের সর্বোচ্চ শাসক ।  ভারতে বিভিন্ন ধর্ম , ভাষা , জাতির মানুষ বসবাস করেন । এর ফলে ভারতে যাতে বিচ্ছিন্নতাবাদ বা আঞ্চলিকতার জন্ম না হয় , এবং বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারত কে রক্ষা করা যায় , তার জন‍্য তিন ধরনের জরুরী অবস্থা জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে । ১) জাতীয় জরুরী অবস্থা ২) শাসনতান্ত্রিক জরুরী অবস্থা ৩) অর্থিক জরুরী অবস্থা ◆ জাতীয় জরুরী অবস্থা : (352 নং ধারা) : - সংবিধানের 352 নং ধারায় বলা হয়েছে তে , রাষ্ট্রপতি যদি মনে করেন বহিঃশত্রুর আক্রমণ , যুদ্ধ সশস্ত্র অভ‍্যুথানের জন‍্য দেশের নিরাপত্তা ক্ষুণ্ন হয়েছে কিংবা গুরুতর অবস্থার সৃষ্টি হয়েছে তাহলে তিনি সমগ্র দেশের জন্য অথবা ভারতের নির্দিষ্ট অংশের জন্যে জরুরী অবস্থা জারি করতে পারেন ‌।           প্রসঙ্গত উল্লেখ্য : মূল সংবিধানে বলা হয়েছিলো রাষ্ট্রপতি যদি ৩৫২ নং ধারা জারি করেন তাহলে তা সমগ্র ভারতবর্ষের জন‍্য কর্যকর হবে । 44 তম সংবিধান সংশোধন করে বলা হয়েছে যে  , রাষ্ট্রপতি জরুরী অবস্থা জারি করার আগে ক‍্যাবিনেটের সঙ্গে পরামর্শ করতে ব